⭐ 欢迎来到虫虫下载站! | 📦 资源下载 📁 资源专辑 ℹ️ 关于我们
⭐ 虫虫下载站

📄 bn-bd.ini

📁 没什么功能
💻 INI
📖 第 1 页 / 共 3 页
字号:
LOADSQLINSTRUCTIONS1=<strong>জরুরী!</strong>: নতুন জুমলা! ব্যবহারকারীদের নমুনা তথ্য সংস্থাপন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।এর জন্য পরবর্তী ধাপে যাওয়ার আগে বিকল্পটি বাছাই করতে হবে <i>এবং</i> 'নমুনা তথ্য সংস্থাপন করো' বোতামে ক্লিক করতে হবে।LOADSQLINSTRUCTIONS2= সংস্থাপন থেকে বের হয়ে যাবার আগে আপনি সাইটের ডেটাবেজে ডেটা প্রবেশ করাতে পারেন। এটি করার জন্য তিনিটি বিকল্প আছেঃLOADSQLINSTRUCTIONS3=<strong>১. ডিফল্ট নমুনা ডেটা</strong> প্রবেশ করানো যাবে - এটি করার জন্য প্রথম বিকল্পটি বাছাই করুন এবং 'নমুনা তথ্য স্থাপন করো' বোতামে ক্লিক করুন।LOADSQLINSTRUCTIONS4=<strong>২.ক জুমলা ১.৫ কমপ্যাটিবল  SQL স্কিপ্ট ফাইল </strong>  লোকাল হোস্ট থেকে সাইটে আপলোড এবং কার্যকর যাবে।  এটা স্থানীয়কৃত নমুনা তথ্য অথবা জুমলা ১.৫ এর পূরনো ব্যাকআপ করা ডেটা পূণঃস্থাপন করতে ব্যবহার করা যেতে পারে। স্ক্রিপ্টে যথাযথ টেবিল উপসর্গ থাকতে হবে। এটি অবশ্যই utf-8 অনুযায়ী এনকোড করা হতে হবে এবং জুমলা ১.৫ এর ডেটাবেজ স্খীমা মোতাবেক হতে হবে ।LOADSQLINSTRUCTIONS5=<strong>২.খ জুমলার! পুরণো সংস্করণ থেকে কনটেন্ট মাইগ্রেশন করা। </strong>.  "Load Migration Script" বিকল্পটি বাছাই করা হলে পূরনো জুমলা ১.০.x সংস্করণের ডেটাবেজের টেবিল জুমলার! নতুন সংসকরণ ১.৫ এ স্থানান্তর করা যাবে। আপলোড করার সময় প্রয়োজনীয় কনভারশন সম্পাদিত হয়। পুরনো সাইটে মাইগ্রেশনের জন্য <code>com_migrator</code> কম্পোনেন্ট ব্যবহার করে স্ক্রিপ্ট নিজ থেকে তৈরী করা যায়। <br/> কম্পোনেন্ট সম্পর্কে আরো তথ্যের জন্য এবং প্রয়োজনীয় পদক্ষেপ সম্পকে জানতে হলে অনুগ্রহ করে <a href="http://docs.joomla.org/Migrating_from_1.0.x_to_1.5_Stable" target="_blank">জুমলা! ১.৫ মাইগ্রেশন নির্দেশিকা দেখুন</a>.LOADSQLINSTRUCTIONS6=আপলোড সুবিধা কম্প্রসে করা ছাড়া SQL স্ক্রিপ্ট ফাইল, জিপ করা স্ক্রিপ্ট ফাইল এবং gz করা স্ক্রিপ্ট ফাই সমর্থন করে।  তবে কেবল মাত্র একটি স্কিপ্ট ফাইল-ই থাকতে হবে ।তবে আপনি 'আমি ইতোমধ্যে মাইগ্রেশন স্ক্রিপ্ট ফাইল আপলোড করেছি'-এই বিকল্পে টিক দিতে পারেন, যদি হ্যান্ডল করতে গিয়ে মেমোরিতে সমস্যা হয় এবং টাইম লিমিট ত্রুটি দেখায় । তবে আপনাকে /installation/sql/migration/ called <code>migrate.sql</code> (no compression allowed).<br /> এ আপলোড করতে হবে। এবং সবশেষে...LOADSQLINSTRUCTIONS7=<strong>3. সমপূর্ণ নতুন সংস্থাপনা</strong> যতি আপনি কোন নমুনা তথ্য ব্যবহার করতে না চান অথবা পূরনো সাইট থেকে ডেটা স্থানান্তরিত করতে না চান অথবা ব্যকআপ করা কোন ডেটা ব্যবহার করতে না চান তবে এগিয়ে যাবার জন্য আপনাকে কেবল মাত্র <em>'পরবর্তী'</em> বোতামে চাপতে হবে।MAGIC QUOTES RUNTIME=ম্যাজিক কোটস রানটাইমMAIN CONFIGURATION=প্রধান কনফিগারেশনMAXIMUM UPLOAD SIZE=আপলোডের জন্য ফাইলের সর্বোচ্চ আয়তনMB LANGUAGE IS DEFAULT=ডিফল্ট ভাষা MBMB STRING OVERLOAD OFF=MB স্ট্রিং ওভারলোড অফMIGRATION COMPLETED=মাইগ্রেশন সম্পন্ন হয়েছেMIGRATION FAILED=মাইগ্রেশন ব্যর্থ হয়েছেMIGRATION LOAD SCRIPT=মাইগ্রেশন লোড স্ক্রিপ্টMIGRATION OUTPUT=মাইগ্রেশন আউটপুটMIGRATION SCRIPT=মাইগ্রেশন  স্ক্রিপ্টMIGRATION SUCCESSFUL=মাইগ্রেশন সফল হয়েছে। এগিয়ে যাবার জন্য 'পরবর্তী' বোতামে চাপুন।MIGRATETITLE=লোড মাইগ্রেশন পোর্টMYSQL SUPPORT=MySQL সমর্থনMYSQLPREFIXINVALIDCHARS=MySQL টেবিলের উপসর্গ অবশ্যই একটি অক্ষর দিয়ে শুরু করতে হবে। এবং পরের গুলোও কেবল অক্ষর, নম্বর অথবা আন্ডার স্কোর হতে হবে।MYSQLDBNAMEINVALIDCHARS=MySQL ডেটাবেজের উপসর্গ অবশ্যই একটি অক্ষর দিয়ে শুরু করতে হবে। এবং পরের গুলোও কেবল অক্ষর, নম্বর অথবা আন্ডার স্কোর হতে হবে।MYSQLPREFIXTOOLONG=MySQL টেবিলের উপসর্গ অবশ্যই সর্বোচ্চ ১৫ অক্ষরের মধ্যে থাকতে হবে।MYSQLDBNAMETOOLONG=MySQL ডেটাবেজের নাম  সর্বোচ্চ ৬৪ অক্ষরের হতে পারবে।NEEDTOUPLOADFILE=অথবা, আপনাকে নিজে সার্ভারে ফাইল আপলোড করতে হবেNEXT=পরবর্তীNO=নাNOCONNECT=FTP সার্ভারে সংযোগ নেয়া সম্ভব হয়নিNOCHMODDIRS=ডাইরেক্টরি CHMOD করোনা (সার্ভারের ডিফল্ট ব্যবহার করো)NOCHMODFILES=ফাইলের CHMOD করোনা (সার্ভারের ডিফল্ট ব্যবহার করো)NODELE= "DELE" ফাংকশন ব্যর্থ হয়েছেNODIRECTORYLISTING=FTP সার্ভার থেকে ডাইরেক্টরির তালিকা উদ্ধার করা যাযনিNOJAVASCRIPTWARNING=আপনার ব্রাউজারে JavaScript নিষ্ক্রিয় করা আছে। সামনে যাওয়ার আগে অনুগ্রহ করে JavaScript সক্রিয় করুন।NOLOGIN=FTP সার্ভারে লগইন করা যায়নিNOLIST= "LIST" ফাংকশন ব্যর্থ হয়েছেNOMKD="MKD" ফাংকশন ব্যর্থ হয়েছেNONLST="NLST" ফাংকশন ব্যর্থ হয়েছেNONNUMERICOFFSET=অপ্রত্যাশিত: শুরু এবং অফসেটের জন্য non-numeric Value.NOPWD="PWD" ফাংকশন ব্যর্থ হয়েছেNORETR="RETR" ফাংকশন ব্যর্থ হয়েছেNORMD="RMD" ফাংকশন ব্যর্থ হয়েছেNOROOT=উল্লেখ করা FTP ডাইরেক্টরিতে প্রবেশ করা যায়নি।NOSTOR="STOR" ফাংকশন ব্যর্থ হয়েছেNOSYST="SYST" ফাংকশন ব্যর্থ হয়েছেNO FILE SELECTED=কোন ফাইল বাছাই করা হয়নিNOTICEYOUCANSTILLINSTALL=আপনি এর পরও সংস্থাপনা চালিয়ে যেতে পারেন, কারণ সবশেষে কনফিগারেশন সেটিং প্রদর্শিত হবে। আপনাতে স্বহস্তে কোড আপলোড করার জন্য শুধুমাত্র আরেকটি অতিরিক্ত ধাপ অনসরণ করতে হবে।  একটি নতুন ফাইলে প্রদর্শিত হাইলাইটেড টেক্সটগুলো কপি এবং পেস্ট করুন। এই ফাইলটির নাম দিন configuration.php এবং তা আপনার সাইটে আপলোড করুন।NOTICEMBLANGNOTDEFAULT=PHP mbstring ভাষা নিরপেক্ষ অবস্থায় সেট করা নেই । এটি স্থানীয়ভাবে ঠিক করা যাবে <strong>php_value mbstring.language neutral</strong>  <code>.htaccess</code> এ।NOTICEMBSTRINGOVERLOAD=PHP mbstring ফাংকশন ওভারলোড সেট করা হয়েছে। এটি স্থানীয়ভাবে <strong>php_value mbstring.func_overload 0</strong>  <code>.htaccess</code>-এ বন্ধ করা যাবে.OFF=বন্ধOLD SITE ENCODING=পূরনো সাইট এনকোডিংOLD TABLE PREFIX=পূরনো টেবিলের উপসর্গON=চালুOUTPUT BUFFERING=আউটপুট বাফারিংPAGE_TITLE=জুমলা! ওয়েব সংস্থাপনকারীPASSWORD=পাসওয়ার্ডPHP VERSION=PHP সংস্করণPICKYOURCHOICEOFLANGS= অনুগুগ্রহ করে জুমলা! সংস্থাপনকালে যে ভাষা ব্যববহার করবেন তা বাছাই করুন।POINTEREOF=অপ্রত্যাশিত: ফাইলের শেষে ফাইল পয়েন্টার সেট করা যাচ্ছেনা ।PRE-INSTALLATION CHECK=সংস্থাপনার পূর্বে যাচাইকরণPRETITLE= জুমলার! সংস্থাপনার পূর্বে যাচাইকরণPREVIOUS=পূর্ববর্তীQUERY=কোয়েরীREAD=পড়ুনRECOMMENDED=নির্দেশিতRECOMMENDED SETTINGS=নির্দেশিত সেটিংREGISTER GLOBALS=গ্লোবাল নিবন্ধন করুনREQUIRED SETTINGS=প্রয়োজনীয় সেটিংREMOVEINSTALLATION=অনুগ্রহ করে সংস্থাপন ডাইরেক্টরি মুছে ফেলুন বিকল্পটি মেনে চলুন। এটি করার আগে আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন না । এটি জুমলার! একটি নিরাপত্তা ব্যবস্থা।SAFE MODE=সেইফ মোডSAMPLE DATA INSTALLED SUCCESSFULLY=নমুনা তথ্য সফলভাবে সংস্থাপন করা গেছে!SAVE FTP PASSWORD=FTP সংরক্ষণ করোSCRIPT OPERATIONS FAILED=স্ক্রিপ্ট অপারেশন ব্যর্থ হয়েছেSEARCH=অনুসন্ধান করোSELECT LANGUAGE=ভাষা বাছাই করুনSELECT TYPE=ধরণ বাছাই করুনSESSION AUTO START=সেশন নিজ থেকে চালু করোSESSION PATH SET=সেশনের পথ সেট করোSESSION PATH WRITABLE=সেশন পথে লেখা যাচ্ছেSITE=সাইটSITE MIGRATION=সাইট মাইগ্রেশনSITE NAME=সাইটের নাম

⌨️ 快捷键说明

复制代码 Ctrl + C
搜索代码 Ctrl + F
全屏模式 F11
切换主题 Ctrl + Shift + D
显示快捷键 ?
增大字号 Ctrl + =
减小字号 Ctrl + -