📄 bn-in.ini
字号:
LOADSQLFILE=SQL ফাইল লোড হচ্ছে...একটু অপেক্ষা করুন।LOADSQLINSTRUCTIONS1=<strong>জরুরি!</strong>:প্রাথমিক জুমলা ব্যবহারকারীদের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন ডিফল্ট নমুনা তথ্য সংস্থাপন করেন। এটি করার জন্য আপনাকে বিকল্প বাছাই করতে হবে <i>এবং</i> বোতামটি টিপতে হবে। তারপর আপনি পরের পর্যায় যেতে পারবেন।LOADSQLINSTRUCTIONS2=সংস্থাপনা থেকে বেরিয়ে আসার আগে, আপনার সাইটের ডাটাবেসে তথ্য স্থাপন করার আপনার কাছে তিনটি বিকল্প আছে:LOADSQLINSTRUCTIONS3=<strong>১. ডিফল্ট নমুনা তথ্য</strong> স্থাপন করার জন্য প্রথম বিকল্পটি বাছাই করুন এবং নমুনা তথ্য স্থাপন বোতামে ক্লিক করুন।LOADSQLINSTRUCTIONS4=<strong>২.ক জুমলা! ১.৫ এর সুসঙ্গত sql স্ক্রিপ্ট ফাইল</strong> স্থানীয় হোস্ট থেকে আপলোড করে সাইটে ক্রিয়ান্বিত করা যাবে। এটি সংস্থাপনার জন্য স্থানীয় নমুনা তথ্য হতে পারে অথবা জুমলা! ১.৫ এর ব্যাকাপ, রিস্টোর করার জন্যও হতে পারে। এই স্ক্রিপ্টটির সঠিক টেবিল উপসর্গ হওয়া চাই, utf-8 এনকোডিংএ থাকা চাই এবং জুমলা! ১.৫এর ডাটাবেস স্কিমার সঙ্গে এক থাকা চাই।LOADSQLINSTRUCTIONS5=<strong>২.খ আগের সংস্করণের থেকে বিষয়বস্তু স্থানান্তর।</strong> এই তিন নম্বর বিকল্প পুরোনো সংস্করণের বিষয়বস্তু নতুন জুমলা! ১.৫ সাইটে স্থানান্তর করা সমর্থন করে। দরকারি রূপান্তর 'নিজের থেকেই' হবে। পুরোনো সাইটে নিজের থেকেই <code>com_migrator</code> কম্পোনেন্ট দ্বারা স্ক্রিপ্ট ফাইল তৈরি করা যাবে অথবা এই স্ক্রিপ্টটি আপনি নিজে তৈরি করতে পারেন <a href="http://help.joomla.org/content/view/1933/294/" target="_blank">এখানে</a> দেওয়া নির্দেশ অনুযায়ী।LOADSQLINSTRUCTIONS6=আপলোড পরিষেবা আনকম্প্রেস করা sql স্ক্রিপ্ট, zip প্যাক করা স্ক্রিপ্ট ফাইল এবং gz প্যাক করা ফাইল সমর্থন করে। প্যাক করা ফাইলে একটি মাত্র sql স্ক্রিপ্ট ফাইল থাকতে পারে।LOADSQLINSTRUCTIONS7=<strong>৩. পরিষ্কার সংস্থাপনা</strong> যদি আপনি কোন নমুনা তথ্য যোগ, পুরনো সাইট থেকে তথ্য স্থানান্তর অথবা কোন ব্যাকাপ তথ্য আপলোড করতে না চান, এবং একটি সম্পুর্ন পরিষ্কার ও নতুন সংস্থাপনা করতে চান তাহলে সাইটের নাম, পরিচালকের ই-মেল এবং পাসওয়ার্ড দিয়ে <strong>পরের পর্যায়</strong> চলে যান।MAGIC QUOTES RUNTIME=ম্যাজি্ক কোটস্ রানটাইমMAIN CONFIGURATION=মুল কনফিগারেশনMAXIMUM UPLOAD SIZE=আপলোডের সর্বাধিক মাত্রাMB LANGUAGE IS DEFAULT=MB ভাষাটি ডিফল্টMB STRING OVERLOAD OFF=MB স্ট্রিং ওভারলোড বন্ধMIGRATION COMPLETED=স্থানান্তর শেষMIGRATION FAILED=স্থানান্তর ব্যর্থMIGRATION LOAD SCRIPT=স্থানান্তরের স্ক্রিপ্ট লোডMIGRATION OUTPUT=স্থানান্তরের আউটপুটMIGRATION SCRIPT=স্থানান্তরের স্ক্রিপ্টMIGRATION SUCCESSFUL=স্থানান্তর সফল, এগিয়ে চলুনMIGRATETITLE=স্থানান্তরের স্ক্রিপ্ট লোড করোMYSQL SUPPORT=MySQL সমর্থনMYSQLPREFIXINVALIDCHARS=MySQL সূচীর উপসর্গ একটি অক্ষর দিয়ে শুরু করা চাই এবং বাকিটা অক্ষর, নম্বর আর আন্ডারস্কোর হয়া চাই।MYSQLDBNAMEINVALIDCHARS=MySQL ডাটাবেসের নাম অক্ষর দিয়ে শুরু করা চাই এবং বাকিটা অক্ষর, নম্বর আর আন্ডারস্কোর হয়া চাই।MYSQLPREFIXTOOLONG=MySQL সূচীর উপসর্গের সর্বাধিক মাত্রা হল 15টি অক্ষরMYSQLDBNAMETOOLONG=MySQL ডাটাবেস নামের সর্বাধিক মাত্রা হল 64টি অক্ষরNEEDTOUPLOADFILE=অথবা, আপনাকে ফাইলটিকে সার্ভারে আপলোড করতে হবেNEXT=পরেNO=নাNOCONNECT=FTP সার্ভারের সঙ্গে সংযোগ করা গেল নাNOCHMODDIRS=ফোল্ডার CHMOD কোরো না (যেমন আছে, তেমনই থাকুক)NOCHMODFILES=ফাইল CHMOD কোরো না (যেমন আছে, তেমনই থাকুক)NODELE="DELE" ফাংশানটি ব্যার্থNODIRECTORYLISTING=FTP সার্ভার থেকে ফোল্ডারের তালিকা পাওয়া গেল নাNOJAVASCRIPTWARNING=মনে হচ্ছে আপনার ব্রাউজার এ JavaScript সক্রিয় করা নেই। দয়া করে এগনোর আগে JavaScript সক্রিয় করুন।NOLOGIN=FTP সার্ভার এ লগইন করা গেল নাNOLIST="LIST" ফাংশানটি ব্যর্থNOMKD="MKD" ফাংশানটি ব্যর্থNONLST="NLST" ফাংশানটি ব্যর্থNONNUMERICOFFSET=অপ্রত্যাশিত: শুরু এবং অফসেট সংখ্যাহীনNOPWD="PWD" ফাংশানটি ব্যর্থNORETR="RETR" ফাংশানটি ব্যর্থNORMD="RMD" ফাংশানটি ব্যর্থNOROOT=উল্লেখিত FTP ফোল্ডারটিতে প্রবেশ করা যায়নিNOSTOR="STOR" ফাংশানটি ব্যর্থNOSYST="SYST" ফাংশানটি ব্যর্থNO FILE SELECTED=কোন ফাইল বাছাই করা নেইNOTICEYOUCANSTILLINSTALL=আপনি এখনো সংস্থাপনা করতে পারেন কেননা শেষে কনফিগারেশন প্রকাশিত হবে। সেটিকে আপনি কপি পেস্ট করুন একটি <code>configuration.php</code> ফাইলে এবং আপনার সাইটে আপলোড করুন।NOTICEMBLANGNOTDEFAULT=PHP mbstring language 'neutral'এ করা নেই। এটিকে স্থানীয় ভাবে বদ্লানো যায় .htaccess ফাইলে 'php_value mbstring.language neutral' লিখে দিলে।NOTICEMBSTRINGOVERLOAD=PHP mbstring function overload এ রাখা আছে। এটিকে স্থানীয় ভাবে বন্ধ করা যায় .htaccess ফাইলে 'php_value mbstring.func_overload 0' লিখে দিলে।OFF=বন্ধOLD SITE ENCODING=পুরোনো সাইটের এনকোডিংOLD TABLE PREFIX=পুরোনো সূচীর উপসর্গON=চালুOUTPUT BUFFERING=আউটপুট বাফারিঙPAGE_TITLE=জুমলা! ওয়েব সংস্থাপনাPASSWORD=পাসওয়ার্ডPHP VERSION=PHP সংস্করণPICKYOURCHOICEOFLANGS=দয়া করে জুমলা! সংস্থাপনার সময়কার, ভাষা বাছাই করুনPOINTEREOF=অপ্রত্যাশিত: ফাইলের শেষের পরে ফাইল পয়েন্টার রাখা যাচ্ছে নাPRE-INSTALLATION CHECK=সংস্থাপনার পূর্বে পরীক্ষাPRETITLE=সংস্থাপনার পূর্বে পরীক্ষাPREVIOUS=আগেQUERY=কোয়েরিREAD=পড়োRECOMMENDED=নির্দেশিতRECOMMENDED SETTINGS=নির্দেশিত সেটিংসREGISTER GLOBALS=রেজিস্টার গ্লোবালসREQUIRED SETTINGS=দরকারি সেটিংসREMOVEINSTALLATION=দয়া করে মনে রাখবেন যেন সংস্থাপনার<br/>ফোল্ডারটি পুরোপুরি মুছে ফেলা হয়SAFE MODE=সেফ মোডSAMPLE DATA INSTALLED SUCCESSFULLY=নমুনা তথ্য সংস্থাপনা সফলSAVE FTP PASSWORD=FTP পাসওয়ার্ড সংরক্ষণ করোSCRIPT OPERATIONS FAILED=স্ক্রিপ্ট কাজে ব্যর্থSEARCH=খোঁজSELECT LANGUAGE=ভাষা বাছাইSELECT TYPE=ধরন বাছাইSESSION AUTO START=সেসান নিজের থেকে শুরুSESSION PATH SET=সেসান পথ স্থাপিতSESSION PATH WRITABLE=সেসান পথে লেখা যাচ্ছেSITE=সাইটSITE MIGRATION=সাইট স্থানান্তর
⌨️ 快捷键说明
复制代码
Ctrl + C
搜索代码
Ctrl + F
全屏模式
F11
切换主题
Ctrl + Shift + D
显示快捷键
?
增大字号
Ctrl + =
减小字号
Ctrl + -