📄 bn-in.ini
字号:
OFF=বন্ধ
OLD SITE ENCODING=পুরোনো সাইটের এনকোডিং
OLD TABLE PREFIX=পুরোনো সূচীর উপসর্গ
ON=চালু
OUTPUT BUFFERING=আউটপুট বাফারিঙ
PAGE_TITLE=জুমলা! ওয়েব সংস্থাপনা
PASSWORD=পাসওয়ার্ড
PHP VERSION=PHP সংস্করণ
PICKYOURCHOICEOFLANGS=দয়া করে জুমলা! সংস্থাপনার সময়কার, ভাষা বাছাই করুন
PRE-INSTALLATION CHECK=সংস্থাপনার পূর্বে পরীক্ষা
PREINSTALLATION CHECK=সংস্থাপনার পূর্বে পরীক্ষা
PRETITLE=সংস্থাপনার পূর্বে পরীক্ষা
PREVIOUS=পূর্ববর্তী
READ=পড়ো
RECOMMENDED=নির্দেশিত
RECOMMENDED SETTINGS=নির্দেশিত সেটিংস
REGISTER GLOBALS=রেজিস্টার গ্লোবালস
REQUIRED SETTINGS=দরকারি সেটিংস
REMOVEINSTALLATION=দয়া করে মনে রাখবেন যেন সংস্থাপনার<br/>ফোল্ডারটি পুরোপুরি মুছে ফেলা হয়
SAFE MODE=সেফ মোড
SAMPLE DATA INSTALLED SUCCESSFULLY=নমুনা তথ্য সংস্থাপনা সফল
SAVE FTP PASSWORD=FTP পাসওয়ার্ড সংরক্ষণ করো
SCRIPT OPERATIONS FAILED=স্ক্রিপ্ট কাজে ব্যর্থ
SEARCH=খোঁজ
SELECT LANGUAGE=ভাষা বাছাই
SELECT TYPE=ধরন বাছাই
SESSION AUTO START=সেসান নিজের থেকে শুরু
SESSION PATH SET=সেসান পথ স্থাপিত
SESSION PATH WRITEABLE=সেসান পথে লেখা যাচ্ছে
SITE=সাইট
SITE NAME=সাইটের নাম
SITE PATH=সাইটের পথ
SITE URL=সাইটের URL
SQL SCRIPT INSTALLED SUCCESSFULLY=SQL স্ক্রিপ্টের সংস্থাপনা সফল
STDERRORMSG=এই সাইট সাময়িকভাবে বন্ধ। <br /> দয়া করে পরিচালককে খবর দিন
STDMETADESC=জুমলা! - একটি ডাইনামিক পোর্টাল ইঞ্জিন এবং কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম
STDMETAKEYS=জুমলা, জুমলা!
STDOFFLINEMSG=এই সাইট মেরামতির জন্য বন্ধ আছে। <br /> দয়া করে কিছুক্ষণ বাদে চেষ্টা করুন।
STEPS=ধাপ
TABLE PREFIX=টেবিল উপসর্গ
TIPBACKUP=পুরোনো জুমলা! সংস্থাপনের কোনো ব্যাকাপ টেবিলকে মুছে দেওয়া হবে
TIPCOLLATIONNONUTF=<p>এই MySQL সংস্করণ UTF-8 সমর্থন করে না, যেটি একটি প্রয়োজনীয় এনকোডিং।</p><p>আপনার ডাটাবেসের ক্ষমতা বাড়ানোর জন্য আপনার MySQL সংস্করণ 4.1.2 অথবা তার বেশিতে আপগ্রেড করে নিন। এটি যদি সম্ভব না হয় তাহলে জুমলা! utf-8 এনকোড করা বিষয়বস্তু ডাটাবেসে ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল মোডে সংরক্ষণ করবে, যেখানে কোলেশান বাছাই করা যাবে না এবং ডিফল্ট কোলেশান ব্যবহার করা হবে।</p>
TIPCOLLATIONUTF=<p>এই MySQL সংস্করণ UTF-8 সমর্থন করে, যেটি প্রয়োজনীয় এনকোডিং।</p><p>তালিকা থেকে কোলেশান বাছাই করুন। যদি আপনার ভাষার জন্য কোন কোলেশান না থাকে, তার মানে আপনার জন্য ডিফল্ট কোলেশান <em>utf8_general_ci</em> প্রযোজ্য।</p>
TIPCONFSTEPS=<p>আপনার ই-মেল ঠিকানা লিখুন, এটিই সাইটের মুখ্য পরিচালকের\n ই-মেল ঠিকানা হবে।</p>\n<p>নিজেরথেকে তৈরি করা পরিচালকের পাসওয়ার্ড:</p>
TIPDATABASE=যদি আপনার হোস্ট আপনাকে একটি মাত্র ডাটাবেস দিয়ে থাকে , তাহলে আপনি টেবিল উপসর্গ ব্যবহার করে একটি ডাটাবেসে , একটির বেশী জুমলা! সাইট তৈরি করতে পারবেন।
TIPDATABASESTEPS=<p>আপনার সার্ভারে জুমলা! চালানোর জন্য ৪টি সহজ ধাপ আছে...</p>\n <p>এই ডাটাবেস কনফিগারেশন ধাপে, দয়া করে জুমলা! সংস্থাপনার সার্ভারের হোস্টনেম লিখুন।</p>\n <p>জুমলাতে ব্যবহারের জন্য MySQLএর ইউজারনেম, পাসওয়ার্ড এবং ডাটাবেসের নাম লিখুন।</p>\n <p>এই জুমলা! সংস্থাপনের জন্য ব্যবহৃত টেবিলের উপসর্গ লিখুন। পুরোনো সংস্থাপনের থেকে পরে থাকা টেবিলের কি হবে সেটা বাছাই করুন।</p>\n
TIPFTPCONFSTEPS=<p>ফাইলসিস্টেম অনুমতি বাঁধা এবং সেফ মোড বাঁধার জন্য।\n সব ইউজারদের এই জুমলা! সংস্থাপনা ব্যবহার করার জন্য একটি FTP লেয়ার, ফাইলসিস্টেম বদ্লানোর জন্য আছে।<br/><br/>জুমলার মূল ফোল্ডারে প্রবেশ করার জন্য FTP ইউজারনেম এবং পাসওয়ার্ড দিন, এই FTP একাউন্ট দিয়ে জুমলা! ফাইলসিস্টেমের কাজ করবে যখন সেটির কোনো কাজ সম্পন্ন করার জন্য FTP দরকার হবে ।<br /><br/>নিরাপত্তার জন্য, সবথেকে ভালো হয় যদি একটি আলাদা FTP ইউজার একাউন্ট তৈরি করা হয় যেটির শুধুমাত্র জুমলা! সংস্থাপনার ফোল্ডারে অধিকার আছে।</p>
TIPHOST=এটি সাধারণত 'localhost'
TIPINSTALLDEFAULT=প্রাথমিক ব্যবহারকারীদের জন্য এটিকি স্থাপনা করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। এটি জুমলার সঙ্গে থাকা ডিফল্ট নমুনা তথ্য সংস্থাপন করবে।
TIPLOADMIGRATION=com_migrator কম্পোনেন্ট দ্বারা পুরোনো সাইটে স্থানান্তরের স্ক্রিপ্ট তৈরি করতে হবে অথবা নিজেকে ঠিকমতো তৈরি করতে হবে। পুরোনো সাইটের টেবিলের উপসর্গ এবং এনকোডিং লিখুন (ভাষা ফাইলে থাকা _ISO সেটিংস অথবা ব্রাউজার সুত্রে দেখা)।
TIPUPLOADED=আমার আগেথেকেই স্থানান্তর স্ক্রিপ্ট সারভারে আপলোড করা আছে (যেমন: FTP/SCP দ্বারা)
TIPMIGRATION=এই স্ক্রিপ্টটি একটি জুমলা ১.০ স্থানান্তর স্ক্রিপ্ট
TIPLOADSQL=SQL স্ক্রিপ্টগুলিকে জুমলা! ১.৫ সুসঙ্গত হওয়া চাই এবং তাদের সঠিক টেবিল উপসর্গ থাকা চাই।
TIPPASSWORD=আপনার সাইটের নিরাপত্তার জন্য mysqlএর জন্য পাসওয়ার্ড ব্যবহার করা বাধ্যতামূলক
TIPPREFIX='bak_' ব্যবহার করবেন না কেননা সেটি ব্যাকাপ টেবিলের জন্য ব্যবহার করা হয়
TIPPREINSTALL=এখানে দেওয়া বিষয়গুলির মধ্যে একটিও লাল রঙে\n লেখা থাকলে সেগুলি ঠিক করার চেষ্টা করুন। ঠিক করতে ব্যর্থ\n হলে জুমলা! সংস্থাপনা ঠিক করে কাজ না\n করতে পারে।
TIPRECOMSETTINGS=এই সেটিংসগুলি PHPর জন্য নির্দেশিত আছে যাতে\n সেটি জুমলার সাথে পুরোপুরি সুসঙ্গত হয়।\n<br />\n কিন্তু জুমলা!, সেটিংসগুলি পুরোপুরি নির্দেশিত সেটিংসের সঙ্গে এক না হলেও চলবে।
TIPTYPE=এটি সম্ভবত 'mysql'
TIPUSER=এটি সম্ভবত 'root' অথবা হোস্টের দেওয়া একটি ইউজারনেম
TIPXML=অন্য ডাটাবেসের ধরনের সাথে জুমলার সংস্থাপন পরীক্ষা করার জন্য এটি ব্যবহার করুন
UNABLE TO AUTODETECT THE FTP ROOT FOLDER=নিজের থেকে FTP মূল ফোল্ডার খুঁজে পাওয়া গেল না
USER=ইউজার
USER NAME=ইউজার নেম
USERNAME=ইউজারনেম
VALIDDBDETAILS=যে ডাটাবেস তথ্য দেওয়া হয়েছে সেটি ভুল অথবা খালি।
VALIDCOLLATION=কোনো কোলেশান বাছাই করা হয়নি। ডিফল্ট নিয়ে এগনোর জন্য OK টিপুন। ফিরে যাওয়ার জন্য Cancel টিপুন।
VALIDHOST=দয়া করে হোস্টের নাম লিখুন
VALIDTYPE=দয়া করে ডাটাবেসের ধরন বাছাই করুন
VALIDFTPHOST=দয়া করে সঠিক FTP হোস্টের নাম লিখুন
VALIDFTPUSER=ইউজারনেম লিখুন
VALIDFTPPASS=ডাটাবেসের পাসওয়ার্ড লিখুন
VALIDPREFIX=জুমলা! সঠিক ভাবে চলার জন্য MySQL সূচীর উপসর্গ দেওয়া জরুরি
VALIDFTP=FTP সেটিং ঠিক আছে
VALIDUSER=দয়া করে ডাটাবেসের ইউজারনেম লিখুন
VERIFY FTP SETTINGS=FTP সেটিং যাচাই করুন
VERSION#=সংস্করণ ১.৫
WARNADMINPASSWORD=দয়া করে পরিচালকের সঠিক পাসওয়ার্ড লিখুন
WARNADMINPASSWORDDOESNTMATCH=পরিচালকের পাসওয়ার্ডের সঙ্গে পরিচালকের পাসওয়ার্ড নিশ্চিত স্থানে দেওয়া পাসওয়ার্ড মিলছে না
WARNBACKINGUPDB=ডাটাবেসের ব্যাকাপ নেওয়ার সময় কিছু সমস্যা দেখা দিয়েছে।
WARNCOOKIESNOTENABLED=আপনার কমপিউটারে কুকি সক্রিয় করা নেই। কুকি নিষ্ক্রিয় রাখলে, আপনি এই সফটওয়ার সংস্থাপন করতে পারবেন না।
WARNCREATEDB=ডাটাবেস তৈরি করার সময় সমস্যা দেখা দিয়েছে %s। <br/> হতে পারে ইউজারের ডাটাবেস তৈরির অধিকার নেই। জুমলা! সংস্থাপনের আগে ডাটাবেসটি তৈরি করতে হতে পারে।
WARNDELETEDB=ডাটাবেস মুছে ফেলার সময় কিছু সমস্যা দেখা দিয়েছে
WARNEMAILADDRESS=দয়া করে সঠিক ই-মেল ঠিকানা লিখুন
WARNFTPENABLE=FTP বন্ধ করলে জুমলা! এক্সটেনসন সংস্থাপনে অসুবিধা হতে পারে।
WARNICONV=PHP iconv এক্সটেনসন লোড করা নেই এবং এটি স্থানান্তরের জন্য দরকারি
WARNINSTALLFILE=আপলোড ব্যর্থ - ফাইল আপলোড PHPতে সক্রিয় করা নেই
WARNINSTALLZLIB=আপলোড ব্যর্থ - PHP zlib এক্সটেনশন লোড করা নেই
WARNNOFILE=আপলোড ব্যর্থ - আপলোড করা ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না
WARNUNPACK=আপলোড ব্যর্থ - আর্কাইভ খুলতে সমস্যা
WARNNODATA=কোন নমুনা তথ্য অথবা অন্য কোন তথ্য স্থাপন করা নেই। এগিয়ে চলার জন্য OK টিপুন। আবার করার জন্য Cancel টিপুন।
WARNNOTCONNECTDB=ডাটাবেসের সঙ্গে সংযোগ করতে অসক্ষম। সংযোগী এই নম্বর দিয়েছে: %s
WARNSITENAME=দয়া করে সাইটের নাম লিখুন
WARNPOPULATINGDB=ডাটাবেস ভর্তি করার সময় কিছু সমস্যা দেখা দিয়েছে
WORLD=ওয়ার্ল্ড
WRITE=লেখা
UNWRITABLE=লেখা যাচ্ছে না
UPLOAD AND EXECUTE=আপলোড করে ক্রিয়ান্বিত করুন
WRITABLE=লেখা যাচ্ছে
XML SUPPORT=XML সমর্থন
YES=হ্যাঁ
YOUR E-MAIL=আপনার ই-মেল
ZLIB COMPRESSION SUPPORT=zlib কম্প্রেসন সমর্থন
SOME PATHS MAY BE UNWRITABLE=<strong>সাবধান: কিছু পথে লেখা ওসম্ভব হতে পারে</strong>
WARNUPLOADFAILURE=আপলোড ব্যার্থ! 'tmp' এবং 'installation/sql/migration' ফোল্ডারে লেখা যাচ্ছে কী না যাচাই করুন৷
⌨️ 快捷键说明
复制代码
Ctrl + C
搜索代码
Ctrl + F
全屏模式
F11
切换主题
Ctrl + Shift + D
显示快捷键
?
增大字号
Ctrl + =
减小字号
Ctrl + -