📄 bn-in.ini
字号:
# $Id: bn-IN.ini 8524 2007-08-30 04:14:20Z romit1 $
# Joomla! Project
# Copyright (C) 2005 - 2007 Open Source Matters. All rights reserved.
# License http://www.gnu.org/licenses/gpl-2.0.html GNU/GPL, see LICENSE.php
# Note : All ini files need to be saved as UTF-8
ACTUAL=বাস্তবিক
ADMIN=পরিচালক
ADMIN LOGIN IN MIGRATED CONTENT WAS KEPT=স্থানান্তরিত বিষয়বস্তুতে পরিচালকের লগিন বদ্লানো হলো না
ADMIN PASSWORD=পরিচালকের পাসওয়ার্ড
ADMIN PASSWORD IN MIGRATED CONTENT WAS KEPT=স্থানান্তরিত বিষয়বস্তুতে পরিচালকের পাসওয়ার্ড বদ্লানো হলো না
ADMINISTRATION LOGIN DETAILS=পরিচালকের লগিন বিশদে
ADVANCED SETTINGS=উন্নতমানের সেটিংস
ALL RIGHTS RESERVED=সর্বাধিকার সংরক্ষিত
AN ERROR HAS OCCURRED=একটি ত্রুটি হয়েছে
AUTOFIND FTP PATH=FTP পথ নিজে খুঁজে নাও
BACKUP OLD TABLES=পুরোনো টেবিল ব্যকাপ করো
BASIC SETTINGS=মূল সেটিংস
CHECK AGAIN=আবার পরীক্ষা করো
CHOOSE LANGUAGE=ভাষা বাছাই করো
CLICKTOINSTALLDEFAULT=নমুনা তথ্য স্থাপন করো
COLLATION=কোলেশান
CONFIGURATION=কনফিগারেশন
CONFPROBLEM=আপনার কনফিগারেশন ফাইল অথবা ফোল্ডারে লেখা যাচ্ছে না,\n অথবা কনফিগারেশন ফাইল তৈরি করতে কোনো অসুবিধা হয়েছে। আপনাকে\n নিচের কোড গুলি নিজেকে আপলোড করতে হবে। পুরো কোডটি নিচের টেক্সটএরিয়াতে ক্লিক করে\n উজ্জ্বল করুন।\n
CONFTITLE=পরিচালকের ই-মেল ঠিকানা এবং পাসওয়ার্ড নিশ্চিত করুন
CONGRATULATIONS=অভিনন্দন! জুমলা! সংস্থাপন হয়ে গেছে।
CONNECTION FAIL=ডাটাবেস সার্ভারের সঙ্গে সংযোগ করতে ব্যর্থ। দয়া করে হোস্টনেম, ইউজারনেম এবং পাসওয়ার্ড ঠিক আছে কিনা যাচাই করে নিন।
CONNECTION SETTINGS=সংযোগ সেটিংস
CONFIRM ADMIN PASSWORD=পরিচালকের পাসওয়ার্ড নিশ্চিত করুন
DATABASE=ডাটাবেস
DATABASE COLLATION=ডাটাবেস কোলেশান
DATABASE CONFIGURATION=ডাটাবেস কনফিগারেশন
DATABASE ERRORS REPORTED=ডাটাবেসে কোন ত্রুটি হয়েছে
DATABASE NAME=ডাটাবেসের নাম
DATABASE TYPE=ডাটাবেসের ধরন
DIRECTIVE=ডিরেক্টিভ
DIRECTORY PERMISSIONS=ফোল্ডার অনুমতি
DISPLAY ERRORS=ত্রুটি দেখাও
DROP EXISTING TABLES=আগের টেবিল মুছে ফেলো
ENABLEFTPDESC=FTP ফাইলসিস্টেম লেয়ার সক্রিয় করুন
ENTERSITENAME=আপনার জুমলা! সাইটের নাম দিন।
ERROR=ত্রুটি
ERROR INSTALLING SQL SCRIPT=SQL স্ক্রিপ্ট সংস্থাপন করতে ত্রুটি হয়েছে
EXECUTE=ক্রিয়ান্বিত
FILE PERMISSIONS=ফাইলের অনুমতি
FILE UPLOADS=ফাইল আপলোড
FINISH=সম্পন্ন
FINISHBUTTONS=<p>জুমলা! সাইট শুরু করার জন্য 'সাইট' বোতামে ক্লিক করুন অথবা পরিচালক\n লগিনে যাওয়ার জন্য 'পরিচালক' বোতাম টিপুন । </p>
FTP CONFIGURATION=FTP কনফিগারেশন
FTP HOST=FTP হোস্ট
FTP PASSWORD=FTP পাসওয়ার্ড
FTP PORT=FTP পোর্ট
FTP USER=FTP ইউজার
FTP ROOT PATH=FTP মূল পথ
GNU/GPL LICENSE=GNU/GPL লাইসেন্স
GROUP=দলভুক্ত
HOST NAME=হোস্ট নাম
INSTALL DEFAULT SAMPLE DATA=ডিফল্ট নমুনা তথ্য সংস্থাপন করো
INSTALLATION=সংস্থাপনা
INVALIDFTP=FTP সেটিংস বৈধ নয় অথবা আপনার FTP সার্ভার জুমলার সঙ্গে সুসংগত নয়:
INVALIDROOT=নির্দিষ্ট FTP ফোল্ডার এই জুমলা সংস্থাপনার ফোল্ডার নয়
ISFREESOFTWARE= GNU/GPL লাইসেন্স এ দেওয়া বিনামূল্য একটি সফটওয়্যার।
JOOMLA!=জুমলা!
LANGUAGE=ভাষা
LANGUAGEINFO=জুমলার ভাষা সহায়তা পৃষ্ঠায়, আপনি আপনার ভাষা, জুমলায় সংস্থাপনের জন্য সহজ নির্দেশাবলী পাবেন। <br/><br/>আপনি ওখানে একটি সূচী পাবেন যেখানে জুমলার জন্য ব্যবহৃত, ভাষার তালিকা আছে।<br/><br/>নতুন উইন্ডোতে জুমলার সহায়তা পৃষ্ঠা খোলার জন্য ডানদিকের বোতামে ক্লিক করুন।
LANGUAGEBUTTONLINEONE=জুমলা! আপনার ভাষায় ?
LANGUAGEBUTTONLINETWO=বিস্তারিত জানার এবং ডাউনলোডের জন্য জুমলার সহায়তা সাইট দেখুন।
LICENSE=লাইসেন্স
LOADSAMPLEORMIGRATE=নমুনা তথ্য লোড, রিস্টোর বা স্থানান্তর করা বিষয়বস্তু
LOADSQLINSTRUCTIONS1=<strong>জরুরি</strong>:প্রাথমিক জুমলা ব্যবহারকারীদের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন ডিফল্ট নমুনা তথ্য সংস্থাপন করেন। এটি করার জন্য আপনাকে বিকল্প বাছাই করে বোতামটি টিপতে হবে। তারপর আপনি পরের পর্যায় যেতে পারবেন।
LOADSQLINSTRUCTIONS2=সংস্থাপনা থেকে বেরিয়ে আসার আগে, আপনার সাইটের ডাটাবেসে তথ্য স্থাপন করার আপনার কাছে তিনটি বিকল্প আছে:
LOADSQLINSTRUCTIONS3=<strong>১. ডিফল্ট নমুনা তথ্য</strong> স্থাপন করার জন্য প্রথম বিকল্পটি বাছাই করুন এবং নমুনা তথ্য স্থাপন বোতামে ক্লিক করুন।
LOADSQLINSTRUCTIONS4=<strong>২. জুমলা! ১.৫ এর সুসঙ্গত sql স্ক্রিপ্ট ফাইল</strong> স্থানীয় হোস্ট থেকে আপলোড করে সাইটে ক্রিয়ান্বিত করা যাবে। এটি সংস্থাপনার জন্য স্থানীয় নমুনা তথ্য হতে পারে অথবা জুমলা! ১.৫ এর ব্যাকাপ, রিস্টোর করার জন্যও হতে পারে। এই স্ক্রিপ্টটির সঠিক টেবিল উপসর্গ হওয়া চাই, utf-8 এনকোডিংএ থাকা চাই এবং জুমলা! ১.৫এর ডাটাবেস স্কিমার সঙ্গে এক থাকা চাই।
LOADSQLINSTRUCTIONS5=<strong>৩. আগের সংস্করণের থেকে বিষয়বস্তু স্থানান্তর।</strong> এই তিন নম্বর বিকল্প পুরোনো সংস্করণের বিষয়বস্তু নতুন জুমলা! ১.৫ সাইটে স্থানান্তর করা সমর্থন করে। দরকারি রূপান্তর 'নিজের থেকেই' হবে। পুরোনো সাইটে নিজের থেকেই 'com_migrator' কম্পোনেন্ট দ্বারা স্ক্রিপ্ট ফাইল তৈরি করা যাবে অথবা এই স্ক্রিপ্টটি আপনি নিজে তৈরি করতে পারেন <a href="http://help.joomla.org/content/view/1933/294/" target="_blank">এখানে</a> দেওয়া নির্দেশ অনুযায়ী।
LOADSQLINSTRUCTIONS6=আপলোড পরিষেবা আনকম্প্রেস করা sql স্ক্রিপ্ট, zip প্যাক করা স্ক্রিপ্ট ফাইল এবং gz প্যাক করা ফাইল সমর্থন করে। প্যাক করা ফাইলে একটি মাত্র sql স্ক্রিপ্ট ফাইল থাকতে পারে।
MAGIC QUOTES RUNTIME=ম্যাজি্ক কোটস্ রানটাইম
MAIN CONFIGURATION=মুল কনফিগারেশন
MB LANGUAGE IS DEFAULT=MB ভাষাটি ডিফল্ট
MB STRING OVERLOAD OFF=MB স্ট্রিং ওভারলোড বন্ধ
MIGRATETITLE=স্থানান্তরের স্ক্রিপ্ট লোড করো
MIGRATION SCRIPT=স্থানান্তরের স্ক্রিপ্ট
MYSQL SUPPORT=MySQL সমর্থন
NEXT=পরবর্তী
NO=না
NOCONNECT=FTP সার্ভারের সঙ্গে সংযোগ করা গেল না
NOCHMODDIRS=ফোল্ডার CHMOD কোরো না (যেমন আছে, তেমনই থাকুক)
NOCHMODFILES=ফাইল CHMOD কোরো না (যেমন আছে, তেমনই থাকুক)
NODELE="DELE" ফাংশানটি ব্যার্থ
NODIRECTORYLISTING=FTP সার্ভার থেকে ফোল্ডারের তালিকা পাওয়া গেল না
NOJAVASCRIPTWARNING=মনে হচ্ছে আপনার ব্রাউজার এ JavaScript সক্রিয় করা নেই। দয়া করে এগনোর আগে JavaScript সক্রিয় করুন।
NOLOGIN=FTP সার্ভার এ লগইন করা গেল না
NOLIST="LIST" ফাংশানটি ব্যর্থ
NONLST="NLST" ফাংশানটি ব্যর্থ
NOMKD="MKD" ফাংশানটি ব্যর্থ
NOPWD="PWD" ফাংশানটি ব্যর্থ
NORETR="RETR" ফাংশানটি ব্যর্থ
NORMD="RMD" ফাংশানটি ব্যর্থ
NOROOT=উল্লেখিত FTP ফোল্ডারটিতে প্রবেশ করা যায়নি
NOSTOR="STOR" ফাংশানটি ব্যর্থ
NOSYST="SYST" ফাংশানটি ব্যর্থ
NO FILE SELECTED=কোন ফাইল বাছাই করা নেই
NOTICEYOUCANSTILLINSTALL=আপনি এখনো সংস্থাপনা করতে পারেন কেননা শেষে কনফিগারেশন প্রকাশ করা হবে এবং সেটিকে আপনি কপি পেস্ট করে আপলোড করতে পারেন।
NOTICEMBLANGNOTDEFAULT=PHP mbstring language 'neutral'এ করা নেই। এটিকে স্থানীয় ভাবে বদ্লানো যায় .htaccess ফাইলে 'php_value mbstring.language neutral' লিখে দিলে।
NOTICEMBSTRINGOVERLOAD=PHP mbstring function overload এ রাখা আছে। এটিকে স্থানীয় ভাবে বন্ধ করা যায় .htaccess ফাইলে 'php_value mbstring.func_overload 0' লিখে দিলে।
⌨️ 快捷键说明
复制代码
Ctrl + C
搜索代码
Ctrl + F
全屏模式
F11
切换主题
Ctrl + Shift + D
显示快捷键
?
增大字号
Ctrl + =
减小字号
Ctrl + -